রাজনীতি

বিএনপি যৌক্তিক সময় দিচ্ছে, আওয়ামী লীগ থাকলে হরতাল দিতো

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘রাজনীতিবিদদের অনেক পরিবর্তন হয়েছে। বিএনপি প্রথমে বলেছে, তিন মাসের মধ্যে ভোট দাও, মানুষ পছন্দ করেনি। পরে বলেছে, ছয় মাসের মধ্যে দাও, এটাও মানুষ পছন্দ করেনি। বিএনপি দেশের মানুষের সঙ্গে যাওয়ার চেষ্টা করছে। এখন বলছে, অন্তর্বর্তী সরকারকে যৌক্তিক সময় দেবো। যদি আওয়ামী লীগ এ জায়গায় থাকতো এতদিনে দু’তিনবার হরতাল দিতো।’

Advertisement

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘ছাত্র জনতার গণঅভ্যুত্থান ২০২৪: জন আকাঙ্ক্ষার-সংকট ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

বাংলাদেশ সাংস্কৃতিককর্মী সংঘ আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, সাংস্কৃতিককর্মী সংঘের ভারপ্রাপ্ত সভাপতি আ মা ম হাসানুজ্জামান, সাধারণ সম্পাদক খন্দকার শাহ আলম প্রমুখ।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, আমাদের সজাগ থাকতে হবে। যে পরিবর্তনটা মানুষ অ্যাডমিনিস্ট্রেটিভ পদ্ধতিতে আশা করেছিল, সেভাবে হচ্ছে না। এখন যারা ক্ষমতায় আছেন তারা ধান্দাবাজ বা আওয়ামী লীগের দালাল এটা ভাবতে পারছি না।

Advertisement

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা স্ব স্ব পেশায় সফল হলেও রাজনীতি করেনি জানিয়ে তিনি বলেন, রাজনীতি সম্পর্কে তাদের ধারণা নেই। সরকার ঢালাওভাবে মামলা দিচ্ছে। অনেক মামলা নিচ্ছে, গ্রেফতার করছে। মামলাগুলো টিকছে না।

জোনায়েদ সাকি বলেন, অভ্যুত্থানের পরে যেসব ঘটনা আমরা দেখছি, তা বিপদজনক। এগুলো ফ্যাসিবাদ সৃষ্ট সামাজিক ক্ষত। অভ্যুত্থানকে ব্যর্থ করতে বিভিন্নভাবে চেষ্টা করছে ফ্যাসিবাদের দোসররা। ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্রকারীদের থামানোর দায়িত্ব সরকারের।

মোস্তাফিজুর রহমান ইরান বলেন, বিতর্কিত অনেককেই অন্তর্বর্তী সরকার চেয়ারে বসিয়েছেন। তাদের মধ্যে অনেক গোঁজামিল লক্ষ্য করা যাচ্ছে। আমরা নির্বাচন ও নির্বাচন-ব্যবস্থার সংস্কার চাই।

সাংস্কৃতিককর্মী সংঘের সাধারণ সম্পাদক বলেন, ফ্যাসিস্ট সরকারের দোসররা যেকোনো সময় ঐক্যবদ্ধ হয়ে তাণ্ডব চালাতে পারে দেশব্যাপী। কারণ সমাজে সর্বস্তরে তাদের শক্তিশালী বিষধর অনুসারী আছে। রয়েছে দুর্নীতির হাজার হাজার কোটি টাকা। অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও ফ্যাসিবাদ-বিরোধী সব শক্তিকে কঠিন ঐক্য বজায় রাখতে হবে।

Advertisement

এসএম/এমএএইচ/জেআইএম