খেলাধুলা

গল টেস্টে বিপদে নিউজিল্যান্ড, শ্রীলঙ্কার লিড ছাড়িয়েছে দুইশ

গল টেস্টের তৃতীয় দিন শেষে বড় ব্যবধানে এগিয়ে রয়েছে শ্রীলঙ্কা। দ্বিতীয় ইনিংসে তারা ৪ উইকেটে ২৩৭ রান তুলেছে। লিড এরই মধ্যে ২০২ রানের।

Advertisement

প্রথম ইনিংসে শ্রীলঙ্কার ৩০৫ রানের জবাবে ৩৪০ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা কিউইরা প্রভাত জয়সুরিয়া, রমেশ মেন্ডিসের ঘূর্ণির সামনে টিকতে পারেনি।

৭১ রানে শেষ ৬ উইকেট হারায় নিউজিল্যান্ড। একটা প্রান্ত ধরে শেষ পর্যন্ত ছিলেন গ্লেন ফিলিপস। ৪৮ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন তিনি।

প্রভাত জয়সুরিয়া ৪টি, রমেশ মেন্ডিস ৩ আর ধনঞ্জয়া ডি সিলভা নেন ২টি উইকেট।

Advertisement

জবাবে শুরুতেই পাথুম নিশাঙ্কাকে হারালেও আরেক ওপেনার দিমুথ করুনারত্নে আর ওয়ান ডাউন ব্যাটার দিনেশ চান্দিমালের ব্যাটে অনেকটা পথ এগিয়ে যায় লঙ্কানরা। দ্বিতীয় উইকেটে তারা গড়েন ১৪৭ রানের জুটি।

করুনারত্নে ৮৩ আর চান্দিমাল ৬১ রান করে আউট হন। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিস ফেরেন ১৩ করে। তবে অ্যাঞ্জেলো ম্যাথিউস আর ধনঞ্জয়া ডি সিলভা দিনের বাকি সময়টা অনায়াসেই পাড়ি দিয়েছেন। ম্যাথিউস আর ধনঞ্জয়া দুজনই অপরাজিত সমান ৩৪ রান করে।

এমএমআর/জেআইএম

Advertisement