জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির বাধার মুখে কাঁটাতারের বেড়া দিতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
এ ঘটনার পর থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বিজিবি বলছে, আতঙ্কিত হওয়ার মতো কোনো ঘটনা ঘটেনি। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সীমান্তের ২৮১ নম্বর মেইন পিলারের সংলগ্ন ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়া ফেলতে শুরু করে বিএসএফ সদস্যরা। এসময় বিজিবির হাটখোলা ক্যাম্পের সদস্যরা বাধা দেয়। পরে তারা ফিরে যান।
ঘোনাপাড়া গ্রামের শহিদুল ইসলাম বলেন, বিএসএফ রাতের বেলায় কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করে। তবে বিজিবির বাধায় বেড়া দিতে পারেনি।
Advertisement
একই গ্রামের রুপালি বেগম জাগো নিউজকে বলেন, বিএসএফ কাঁটাতারের বেড়া দিতে না পারলেও আমরা আতঙ্কে রয়েছি।
এ বিষয়ে বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী বলেন, সেখানে আগে থেকে কাঁটাতারের বেড়া ছিল। তবে সেটি জং ধরে নষ্ট হয়ে গেছে। বিএসএফ সেখানে জঙ্গল পরিষ্কার করছিল। আমরা বাধা দিলে তারা চলে যায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
আল মামুন/আরএইচ/এমএস
Advertisement