দেশজুড়ে

বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু

কুষ্টিয়ায় বেড়াতে গিয়ে বিলের পানিতে ডুবে ফুফু-ভাতিজির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার ঝাউদিয়া ইউনিয়নের মাছপাড়া সরকারপাড়া গ্রামে ঘটে এ ঘটনা।

Advertisement

নিহতরা হলেন ওই গ্রামের নায়েব আলীর মেয়ে অনামিকা (১৫) ও গোলাম আলীর মেয়ে নাজনীন (১১)।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার।

ঝাউদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, বিকেলে চাপাইগাছি বিলের অংশ মাছপাড়ায় বেড়াতে যান ফুফু অনামিকা, ভাতিজি নাজনীনসহ তিনজন। বিলে নৌকা ভ্রমণের সময় পানিতে পড়ে যান ফুফু-ভাতিজি। পানি বেশি থাকায় এবং সাঁতার না জানায় তলিয়ে যান তারা।

Advertisement

স্থানীয় ও পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাদের সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে দেড় ঘণ্টা অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার খুরশিদ আনোয়ার বলেন, রাত ৭টার দিকে পরিবারের লোকজন নিখোঁজের বিষয়টি আমাদের জানায়। পরে ঘটনাস্থলে পৌঁছে রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত উদ্ধার অভিযান চালিয়ে দুইজনের মরদেহ পাওয়া গেছে।

আল-মামুন সাগর/জেডএইচ/জিকেএস

Advertisement