দেশজুড়ে

খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা

বিলুপ্ত করা হয়েছে খুলনা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

একই সঙ্গে কিছুদিনের মধ্যে কেন্দ্র থেকে নতুন কমিটি ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে। আজ সন্ধ্যায় এই বিজ্ঞপ্তি খুলনায় এসে পৌঁছায়।

২০২১ সালের ৯ ডিসেম্বর আমির এজাজ খানকে আহ্বায়ক এবং এসএম মনিরুল হাসান বাপ্পীকে সদস্য সচিব করে প্রথমে ৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এরপর ২০২২ সালের ৫ মার্চ আহ্বায়ক কমিটি ৬৫ সদস্যে উন্নীত করা হয়।

আলমগীর হান্নান/এমআরএম

Advertisement