ঘুস নেওয়ার অভিযোগে আয়কর কমিশনার মো. শফিকুল ইসলাম আকন্দকে সাময়িক বরখাস্ত করেছে অর্থ মন্ত্রণালয়।
Advertisement
শফিকুল ইসলাম আকন্দ চট্টগ্রাম কর অঞ্চল-৭ এর কর আপীলাত ট্রাইব্যুনালের সদস্য। তিনি ঢাকার কর অঞ্চল-৭ বদলির আদেশাধীন ছিলেন।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়।
অর্থ মন্ত্রণালয়ের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান স্বাক্ষরিত আদেশে আদেশে বলা হয়, গত ২ সেপ্টেম্বর নিজ কার্যালয়ে ঘুস নেওয়ার অভিযোগের ভিত্তিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯ ধারা মোতাবেক তাকে ১৯ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো।সাময়িক বরখাস্তকালীন বিধি মোতাবেক খোরপোষ ভাতা প্রাপ্য হবেন তিনি।
Advertisement
এসএম/এমএএইচ/জেআইএম