কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।
Advertisement
বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে ভোলা পুলিশ কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম বলেন, কোনো পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে ওই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যায়কে প্রশ্রয় দেওয়া হবে না। সব অন্যায়ের বিরুদ্ধে জিরো টলারেন্স।
তিনি আরও বলেন, পুলিশের হাত আর নিচু হবে না। মাদক দমনে এখন থেকে পুলিশের ব্যাপক অভিযান চলবে।
Advertisement
এছাড়া দুর্গাপূজার বিষয়ে তিনি বলেন, হিন্দু ভাই-বোনরা নিশ্চিন্তে তাদের দুর্গাপূজা করবেন। আপনারা বাংলাদেশের গর্বিত নাগরিক। সংখ্যালঘু বলতে কোনো শব্দ নেই। আমরা সবাই বাংলাদেশের নাগরিক।
ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হকের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মো. মামুন অর রশিদসহ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/জেআইএম
Advertisement