আগারগাঁও থেকে মতিঝিল অংশে টানা ১১ ঘণ্টা মেট্রোরেল বন্ধ থাকার ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
Advertisement
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রউফ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বুধবার (১৮ সেপ্টেম্বর) মেট্রোরেলে বিয়ারিং প্যাড ডিসপ্লেসমেন্ট হওয়াসহ মেট্রোরেল চলাচল (আগারগাঁও-মতিঝিল) দীর্ঘসময় বন্ধ থাকার কারণ খুঁজে বের করতে পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. আবদুল বাকী মিয়াকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
আরও পড়ুন
Advertisement
বুধবার সকাল ৯টা ৯ মিনিটে ফার্মগেটে ইসলামিয়া চক্ষু হাসপাতালের সামনে মেট্রোরেলের একটি খুঁটি থেকে বিয়ারিং প্যাড খুলে সড়ক বিভাজকের রেলিংয়ের ওপর পড়ে। এ কারণে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তবে আজ সকাল থেকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক রয়েছে।
এমএমএ/ইএ/জিকেএস