মেঘের আড়ালে সূর্যটাও কাঁদে,বৃষ্টির কণায় তার অশ্রু মিশে যায়।আমার অশ্রু পাথরের ওপর বয়ে যায়,চোখের জলে প্রিয় স্মৃতিগুলো হারায়।
Advertisement
নীরব রাতের অন্ধকারে ভরা,অপেক্ষার অপেক্ষা বেড়ে ওঠে বড্ড।যে স্বপ্ন একদিন ছিল একান্ত নীল,আজ তার ছায়া নেমেছে নীরব বিষণ্ণ।
যেখানেই হাত বাড়াই, খুঁজে পাই না মুক্তি,শূন্যতা চেপে ধরে, ক্লান্ত করে দেয়।প্রতি নিশ্বাসে লাগে এক সীমাহীন যন্ত্রণা,জানিয়ে দেয় তোমাকে হারানোর তীব্র বেদনা।
স্মৃতিরা শুধু মিশে থাকে কল্পনায়,স্বপ্নের নীলিমায় আর থাকে না বাঁচার আশা।তবুও জীবন চলছে অজানা গন্তব্যে,হয়তো শূন্যতার অন্ধকারে বেঁচে থাকবে আলো।
Advertisement
তোমার চোখে যে দীপ জ্বলে,প্রথম প্রভাতের শীতল কিরণ,তোমার হাসিতে সূর্যের আলো,প্রাণে এনে দেয় স্নিগ্ধ বসন্ত।
তোমার কথা, তোমার সুর,মনের গভীরে যে মধুর গান,তোমার পাশে থাকলে মনে হয়,এ পৃথিবী সোনালি, এক মধুময় স্থান।
ভালোবাসার প্রতিটি মুহূর্তে,তোমার সাথে কাটানো দিন-রাত,তোমার সাথে পথচলা,আমার জীবনে দেয় আনন্দের সাধ।
তুমি সেই চাঁদ, যাকে আমি চেয়েছিলাম,তুমিই সেই রাত, যার কাহিনি চিরকাল।তোমার ভালোবাসার আলোর ছোঁয়ায়,আমার প্রতিটি দিনের সোনালি স্বপ্ন বহমান।
Advertisement
কবি: শিক্ষার্থী, একাদশ শ্রেণি, নৌবাহিনী কলেজ, ঢাকা।
এসইউ/এএসএম