খেলাধুলা

৩৬/৭ থেকে টেনেটুনে ১০৬, আফগান-তোপে লজ্জার রেকর্ড প্রোটিয়াদের

টস জিতে ব্যাট করতে নেমে এমন বিপদে পড়তে হবে কে জানতো! আফগান বোলারদের সামনে রীতিমত অসহায় হয়ে পড়লেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা।

Advertisement

৩৬ রান তুলতেই প্রোটিয়ারা হারালো ৭ উইকেট। তখন মনে হচ্ছিল, পঞ্চাশের ঘর পেরোনোই কঠিন হবে। যদিও সেখান থেকে উইয়ান মুল্ডারের হাফসেঞ্চুরিতে কিছুটা মান বেঁচেছে।

শারজায় সিরিজের প্রথম ওয়ানডেতে শেষ পর্যন্ত ৩৩.৩ ওভার খেলে টেনেটুনে ১০৬ রান তুলে অলআউট হয়েছে দক্ষিণ আফ্রিকা।

ওয়ানডেতে আফগানিস্তানের বিপক্ষে এটিই দক্ষিণ আফ্রিকার সর্বনিম্ন সংগ্রহ। আফগানিস্তান এবারই প্রথম প্রোটিয়াদের কোনো ফরম্যাটে অলআউট করলো।

Advertisement

৩৬ রানে ৭ উইকেট হারানোর পর মুল্ডার একটা প্রান্ত ধরে দলকে একশ পর্যন্ত নিয়ে গেছেন। সাত নম্বরে নামা এই ব্যাটার ৮৪ বল খেলে ৫ বাউন্ডারি আর ১ ছক্কায় করেন ৫২ রান। বাকিরা কেউ বিশের ঘরও ছুঁতে পারেননি।

আফগানিস্তানের পেসার ফজলহক ফারুকি ৩৫ রানে ৪টি, আল্লাহ গজনফর ২০ রানে ৩টি আর রশিদ খান ৩০ রানে শিকার করেন ২টি উইকেট।

এমএমআর/জিকেএস

Advertisement