দেশজুড়ে

সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছেন উচ্চশিক্ষিত শিক্ষকরা

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক মাহবুবর রহমান বলেছেন, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত নিম্ন ও অধীনস্থ কর্মচারীদের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়েও অধিক। অথচ মানুষ গড়ার কারিগর হয়েও নিম্ন পদমর্যাদার সামান্য বেতনে মানবেতর জীবনযাপন করছেন উচ্চশিক্ষিত শিক্ষকরা।

Advertisement

বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ক্ষেতলাল উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে আরও বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক দশম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদের স্থানীয় নেতা ফারুক হোসেন, সুজাউল মোল্লা, সাবিনা ইয়াসমিন, পলাশ প্রামাণিক প্রমুখ।

মানববন্ধন শেষে ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসছুমের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।

Advertisement

আল মামুন/এসআর/এমএস