জাতীয়

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই: ফরহাদ মজহার

নির্বাচনের সঙ্গে গণতন্ত্রের সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার।

Advertisement

তিনি বলেন, ‘গণতন্ত্র হলো রাষ্ট্রের একটা ধরন। বাড়িটা হলো রাষ্ট্র আর বাড়িটা কে নিয়ন্ত্রণ করবে সেটা হচ্ছে নির্বাচন। বাড়ির ঠিক নাই সেখানে কী নির্বাচন করবেন! এজন্যই বারবার বলা হচ্ছে গঠনের (সংস্কারের) কথা। এই সরকারকে এসব বিষয় ঠিক করতে হবে। না হলে মারাত্মক ভুল হবে।’

বুধবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। ‘গণঅভ্যুত্থান-২৪: জনআকাঙ্ক্ষা ও বাস্তবতা’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে দ্য ভয়েস অব টাইমস।

আলোচনা সভায় ফরহাদ মজহার বলেন, ‘তরুণদের বুদ্ধিজীবীদের নেতিবাচক হিসেবে মনে করলে হবে না। এটার চর্চা না থাকলে সেই রাষ্ট্রে হাজার হাতুড়ি পিটিয়ে গণতন্ত্র আনতে পারবেন না। গণঅভ্যুত্থানকে কখনো পুরোনো সংবিধানে ঢোকানো যায় না। তার জন্য জবাবদিহি করতে হবে।’

Advertisement

তিনি বলেন, ‘তরুণরা ম্যাচের কাঠি জ্বালিয়েছে। তরুণরা কাজটা শুরু করেছে, জনগণ সাড়া দিয়েছে। আজ এই বিজয়টা চলে গেলো তাদের হাতে যারা জনগণ থেকে বিচ্ছিন্ন।’

আরও পড়ুন বাংলাদেশে শান্তি বিনষ্ট হলে দিল্লিকেও শান্তিতে থাকতে দেবো না  অন্তর্বর্তী সরকারকে সময় দেবো, তবে তা আজীবন নয়: মির্জা আব্বাস 

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এ রাজনৈতিক বিশ্লেষক বলেন, ‘এটা খুব ভালো লক্ষণ নয়। আমরা চেয়েছিলাম পুলিশ সংস্কার করা। তা হয়নি। পুলিশ না আসলে তাদের পলাতক ঘোষণা করা উচিত। আগে পুলিশ মাসে লাখ টাকা আয় করতো, তারা তো এই দু-চার টাকার জন্য ফিরে আসবে না। আগে থেকেই এটা ভাবা উচিত ছিল। তরুণরা ভেবেছিল বিপ্লব ডিনার পার্টি, এটা ডিনার পার্টি নয়।’

ফরহাদ মজহার আরও বলেন, ‘ছাত্ররা একটি নাগরিক কমিটি করেছে, কিন্তু সব রাজনৈতিক দল সেটাকে সন্দেহের চোখে দেখছে। তারা বলছে তোমরা নাগরিক কমিটি করো, কিন্তু এই সরকারের ক্ষমতা নিয়ে আরেকটি কিংস পার্টি হয়ো না। এখন যেটা দরকার সেটি হলো বিপুল বুদ্ধিবৃত্তিক আন্দোলন। চিন্তার পরিবর্তন এবং সেই পরিবর্তনের মধ্যদিয়ে রাষ্ট্র গঠন করা। যে ভিত্তিটা কারও পক্ষে অস্বীকার করা সম্ভব হবে নয়। সেই ভিত্তি তৈরি হলে কোনো দেশের পক্ষে নতুন বাংলাদেশ তৈরি হতে কোনো বাধা থাকবে না।’

বুদ্ধিজীবীরা সমাজ বদলাননি- তরুণরা এমনটা বলছে। এ বিষয়ে ফরহাদ মজহার বলেন, ‘বুদ্ধিজীবীদের কথা শুনলে বাংলাদেশ স্বাধীন হতো না এমন কথা একজন তরুণ বলেছে। একটা কথা মনে রাখতে হবে, বুদ্ধিজীবীরা ছাড়া কোনো বড় ঘটনা বা বাংলাদেশকে গঠন করতে পারবো না।’

Advertisement

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভয়েস অব টাইমসের সম্পাদক মোহাম্মদ ফারুকুল ইসলাম। উপস্থিত ছিলেন সাংবাদিক ওলীউল্লাহ নোমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর পল্টন থানার আমির শাহীন আহমেদ খান, লেখক ও গবেষক সারোয়ার তুষার প্রমুখ।

এনএস/কেএসআর/জিকেএস