রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন ভারপ্রাপ্ত পরিচালক হিসেবে নিযুক্ত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দায়িত্বে যোগদান করেন তিনি।
Advertisement
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক মো. আখতার হোসেন মজুমদার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অধ্যাপক মুর্শিদা ফেরদৌস বিনতে হাবীব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরে ২০০৫ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।
ড. ফেরদৌস ১৯৯৯ সালে রাবি মনোবিজ্ঞান বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন ও ২০১৪ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও রোভার লিডারসহ বেশকিছু দায়িত্ব পালন করেছেন।
Advertisement
বিশ্ববিদ্যালয় বার্তার সম্পাদনা পর্ষদের সদস্য ছিলেন ড. ফেরদৌস। পাশাপাশি রাজশাহী বেতারের তালিকাভুক্ত আবৃত্তিশিল্পী, নাট্যশিল্পী এবং ঘোষক হিসেবেও কাজ করছেন তিনি।
মনির হোসেন মাহিন/এসআর/এমএস