জাতীয়

বিসিএসআইআরের নতুন চেয়ারম্যান সামিনা আহমেদ

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন ড. সামিনা আহমেদ। তাকে তিন বছরের জন্য এই নিয়োগ দিয়ে বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Advertisement

‘বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩’ এর ধারা ৫(৩) ও ৫(৬) অনুযায়ী তিনি এ নিয়োগ পেয়েছেন বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বিসিএসআইআর বাংলাদেশ সরকারের অর্থায়নে পরিচালিত দেশের বৃহত্তম মাল্টিডিসিপ্লিনারি গবেষণা প্রতিষ্ঠান। এটি প্রখ্যাত বাঙালি বিজ্ঞানী ড. মুহাম্মাদ কুদরাত-এ-খুদার হাত ধরে ১৯৫৫ সালে তৎকালীন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় গবেষণাগার হিসেবে এবং ১৯৭৩ সালে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ নামে প্রতিষ্ঠিত হয়।

এ সংস্থা মূলত শিল্প গবেষণায় নিয়োজিত, তবে বেশকিছু মৌলিক গবেষণা ও এখানে পরিচালিত হয়। বাংলাদেশে বহুল প্রচলিত উন্নত চুলা, বায়োগ্যাস, স্পিরুলিনা, ফায়ার এক্সটিংগুইশার, সৌরবিদ্যুৎসহ অসংখ্য প্রযুক্তির সূতিকাগার হল এ প্রতিষ্ঠান। যা প্রতিষ্ঠার পর থেকে নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে দেশের বিভিন্ন সেক্টরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

Advertisement

আরএমএম/এমএএইচ/এমএস