জাতীয়

আগারগাঁও-মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ

রাজধানীর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল বন্ধ রয়েছে। বুধবার সকাল ৯টা ৪০ মিনিটে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়। মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এই তথ্য জানিয়েছে।

Advertisement

ডিমটিসিএল সূত্র জানায়, সকাল ৯টা ৯ মিনিটে উত্তরা উত্তর থেকে ছেড়ে আসা ট্রেন আগারগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার সময় প্লাটফর্মেই যান্ত্রিক বা সিগনাল ত্রুটি দেখা দেয়। পরে ডোর এলাইন করে সবাইকে ট্রেন থেকে নেমে যাওয়ার অনুরোধ জানান চালক। বেলা পৌনে ১১টা পর্যন্ত এ সমস্যার সমাধান হয়নি বলে জানা গেছে।

আরও পড়ুন: শুক্রবারও চলবে মেট্রোরেল, চলছে প্রস্তুতি দরজায় বরইয়ের বীজ আটকে তিন মিনিট দেরিতে গেলো মেট্রোরেল মেট্রোরেলে চড়ে অফিস করলেন অর্থ উপদেষ্টা

এদিকে এক বার্তায় ডিএমটিসিএল জানিয়েছে, অনিবার্য কারণবশত সকাল ৯টা ৪০ মিনিট থেকে আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল সাময়িক বন্ধ আছে। তবে উত্তরা উত্তর থেকে আগারগাঁও অংশে ট্রেন চলাচল অব্যাহত আছে। আগারগাঁও থেকে মতিঝিল অংশের ট্রেন চলাচল স্বাভাবিক হলে জানানো হবে।

এমএমএ/জেএইচ/এএসএম

Advertisement