দেশজুড়ে

নদীভাঙন থেকে রক্ষা পেতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ

পদ্মার ভাঙন থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

Advertisement

মঙ্গলবার সকাল ১০টা থেকে এ মানববন্ধন শুরু হয়। তিন ঘণ্টা চলে মানববন্ধন। এসময় ওই সড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে মহাসড়কটিতে দেখা দেয় দীর্ঘ যানজট। পরে মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) আশ্বাসে অবরোধ তুলে নিয়ে সড়ক স্বাভাবিক হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতি বছরের মতো এবারো পদ্মার ভাঙনের কবলে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারা ও মিরপুর উপজেলার ৪টি ইউনিয়ন। চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এসব এলাকার হাজার হাজার মানুষ। ইতোমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে কয়েকশ হেক্টর ফসলি জমি। চরম হুমকির মুখে পড়েছে নদী তীরবর্তী বসতবাড়ি, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কসহ জাতীয় গ্রিডের কয়েকটি বিদ্যুতের টাওয়ার।

এসব রক্ষায় মিরপুর উপজেলার নওদা খাদিমপুর নামক স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এলাকাবাসী। একই দাবিতে ১০ মাইল মুন্সিপাড়া নামক স্থানেও বিক্ষোভ করা হয়। এতে ভাঙন কবলিত সহস্রাধিক নারী-পুরুষ অংশ নেন।

Advertisement

বহলবাড়িয়া ইউনিয়নের বাসিন্দা আব্দুর রাজ্জাক বলেন, আমাদের শত শত বিঘা ফসলি মাঠ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন হুমকির মুখে পড়েছে বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। অব্যাহত ভাঙনে যে কোনো সময় ঘরবাড়ি নদীগর্ভে চলে যেতে পারে। তাই ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছি।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিবি করিমন নেছা বলেন, ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে সড়ক ছেড়ে দেন এলাকাবাসী।

কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, আপাতত জিও ব্যাগ ও টিউব ব্যাগ ফেলে ভাঙন ঠেকানো হবে।

আল-মামুন সাগর/জেডএইচ/এএসএম

Advertisement