বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ‘উন্মাদ, পাগল, কুলাঙ্গার ও চরিত্রহীন’ বলায় নৌপরিবহনমন্ত্রী শাহাজান খানের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেনের আদালতে অ্যাডভোকেট শামীম কবির চৌধুরি বাদী হয়ে তারেক রহমানের পক্ষে মামলাটি করেন। মামলার বিষয়ে কিছুক্ষণ পর শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ১৯ ডিসেম্বর সকালে মাদারীপুর সার্কিট হাউসে এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ছেলে তারেক রহমান উন্মাদ, পাগল, কুলঙ্গার ও চরিত্রহীন। এই চরিত্রহীন ছেলে রাজনীতিতে নিজের একটা অবস্থান সৃষ্টি করতেই বঙ্গবন্ধুকে নিয়ে মনগড়া ও আবোল-তাবোল কথা বলছে।তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমান কটুক্তি করতে পারে না। বঙ্গবন্ধু সম্পর্কে যারাই এ ধরনের কথা বলবে, তাদের শাস্তি পেতে হবে।নৌমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে কোন কুলাঙ্গারের কোন কথা বলার অধিকার নেই। জাতির পিতা সম্পর্কে কথা বলতে হলে হিসেব করে বলতে হবে। এদিকে, শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন সময়ে বিরূপ মন্তব্য করায় মামলার জালে আটকে পড়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। গতকাল সোমবার বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ১৬টি মামলা দায়ের করা হয়েছে। এক সপ্তাহে এই মামলার সংখ্যা ২৬-এ দাঁড়িয়েছে। ইতোমধ্যে ঢাকা ও ঢাকার বাইরে ৪টি আদালত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এবং ৪টিতে সমন জারি করেছে আদালত। একই সঙ্গে আগামী ১৫ ও ২১ জানুয়ারি তারেককে সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।তবে বিএনপিপন্থী আইনজীবীদের দাবি- রাজনৈতিকভাবে হেয়পতিপন্ন করতে তারেকের বিরুদ্ধে এসব মামলা করা হয়েছে। তারেকের বিরুদ্ধে মামলা করার এখতিয়ার তাদের নেই। যেহেতু তাদের বিরুদ্ধে কোন কথা বলেনি। সুতরাং মামলাগুলো কোন ভিত্তি নেই।
Advertisement