সাহিত্য

শাহ বিলিয়া জুলফিকারের ছড়া: একটা পলক

একটা পলক দেখতে যাঁরেমন যে যায় মদিনায়,স্বপ্ন যোগে দেখতে তাঁরেপারবো কি না হায়।

Advertisement

তাঁরে তো দেখিনি আমিপড়েছি যে কিতাবে,জানি কতো সে দামিএই মোদের ভবে।

রূপে যাঁহার মুগ্ধ জগতগুণে মুগ্ধ সকল জন,আমি তাঁর গোনাগার উম্মতখুঁজি তাঁরে সারাক্ষণ।

ডাগর ডাগর আঁখিতে ছিল ভ্রূ দীর্ঘাকার,কর্ণে ছিল আতিয়াতেদিবা কি অন্ধকার।

Advertisement

একটা পলক দেখার জন্যআছে মুমিন অপেক্ষায়, জীবন তাদের হতো ধন্যদেখা পেতো যদি তোমায়।

প্রিয় নবির মুচকি হাসিযেন ঝিনুক থেকে মুক্তা ঝরে,ওগো নবি তোমায় ভালোবাসিদেখা দাও গো এ গোনাগারে।

এসইউ/জিকেএস

Advertisement