খেলাধুলা

মেসির চেয়েও সেরা হবেন ইয়ামাল!

জিরোনার মাঠে গিয়ে রোববার রাতে ২টি গোল করেছেন লামিনে ইয়ামাল। শুধু গোল করেই ক্ষান্ত থাকেননি। পুরো ম্যাচজুড়ে আতঙ্ক তৈরি করে রেখেছিলেন জিরোনার রক্ষণে। সারাক্ষণই তাকে সামলাতে ব্যস্ত থাকতে হয়েছে জিরোনার ডিফেন্ডারদের। মোটকথা, পুরো ম্যাচটাই ছিল ইয়ামালময়। পক্ষে-বিপক্ষে - সবাইকেই রীতিমত মুগ্ধ করে ছেড়েছেন ইয়ামাল।

Advertisement

বার্সেলোনা যাদের বিপক্ষে খেলেছে, সেই জিরোনা কোচ মিশেল তো সবচেয়ে বেশি মুগ্ধ লামিনে ইয়ামালের খেলা দেখে। যে কারণে বার্সার কাছে ১-৪ গোলে হারের পর মিশেল দরাজ সার্টিফিকেট দিয়ে দিলেন ইয়ামালকে। জানিয়ে দিলেন, মেসির চেয়েও সেরা ফুটবলার হবেন লামিনে ইয়ামাল।

মাত্রই ১৭ বছর বয়সে পা রাখলেন স্প্যানিশ তরুণ স্ট্রাইকার ইয়ামাল। এই বয়সেই সারা বিশ্বের নজর কেড়ে নিয়েছেন বার্সার এই স্প্যানিশ তারকা। তার পায়ে যে কি জাদু আছে, তা হাড়ে হাড়ে টের পেয়েছে জিরোনা। ৪-১ গোলে জয়ের সঙ্গে লা লিগায় ৫ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছে বার্সা।

বার্সার কাছে হারের পর সংবাদ সম্মেলনে মিশেল বলেন, ‘লামিনে অবশ্যই পার্থক্য সৃষ্টিকারী একজন ফুটবলার। আমার কাছে মনে হয়, মাত্র ১৭ বছর বয়সেই বিশ্বের সেরা ফুটবলারের একজনে পরিণত হয়েছে সে।’

Advertisement

মেসির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘মেসির পরে আরও একটি মেসি আসবেন, এটা ভাবাটাই যেন বেশি হয়ে যায়। কিন্তু আমার মনে হয়, লামিনে ইয়ামাল যেভাবে উন্নতি করছে, এ ধারা অব্যাহত থাকলে সে এমন একটি পর্যায়ে পৌঁছাতে পারবে যেখানে মেসি পৌঁছেছেন।’

ম্যাচের পর বার্সা কোচ হান্সি ফ্লিকও মুগ্ধ ইয়ামালের খেলা দেখে। তিনি বলেন, ‘আমি সত্যিই খুব খুশি যে, সে গোল পেয়েছে। লামিনে সাধারণত শেষ পাসটাই দিয়ে থাকেন। আজ খুব খুশি হয়েছি যে, সে গোলও করতে পেরেছে।’

মাত্র এক সপ্তাহ আগেই লামিনে ইয়ামাল মেসিকে স্পর্শ করা সম্ভব নয় জানিয়ে বলেছেন, ‘মেসির সঙ্গে আমার তুলনা করবেন না। আমি আমার মত খেলতে চাই। মেসি এত বড় ফুটবলার যে, তার উচ্চতায় পৌঁছা আমার পক্ষে সম্ভব নয়।’

আইএইচএস/

Advertisement