ক্যাম্পাস

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাবির বটতলায় কোরআন তেলাওয়াত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) কোরআন তেলাওয়াত ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

সোমবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় আরবি সাহিত্য পরিষদের আয়োজনে অনুষ্ঠানটি আয়োজিত হয়।

অনুষ্ঠানে বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব, হাফেজ বশির আহমদ, হাফেজ নাসরুল্লাহ আনাস ও আন্তর্জাতিক কারি আবু সালেহ মুহম্মদ মুসা কোরআন তেলোয়াত করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে সাইমুম (শিশু বিভাগ), তাজকিরা, মুশায়েরা ও আবাবিল শিল্পীগোষ্ঠী ইসলামিক গান পরিবেশন করেন।

আরও পড়ুন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নাতে রাসুলের মূর্ছনায় ‘মাওলিদ মিছিল’ ঢাবির সেই ডিনকে কোরআন তেলাওয়াত শোনালেন শিক্ষার্থীরা পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দোয়া-মাহফিল

আয়োজকরা বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমরা এই আয়োজন করেছি। সুস্থ ধারার সংস্কৃতি বিস্তারে আমাদের সামান্য প্রয়াস। এর আগেও স্বৈরাচার সরকারের আমলে আমরা এমন আয়োজন করতে গিয়ে অনেক অত্যাচার-নির্যাতন সহ্য করেছি। যাদের রক্তের বিনিময়ে আমরা আজ এই পরিবেশ পেয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করি।

Advertisement

চলতি বছরের মার্চ মাসে আরবি সাহিত্য পরিষদ রমজানকে স্বাগত জানিয়ে বটতলায় কোরআন তেলাওয়াতের আয়োজন করেছিল। ওই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাবির আরবি বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষার্থীদের কারণ দর্শানোর নোটিশ দেয়।

এমএইচএ/বিএ/এএসএম