আন্তর্জাতিক

জার্মানির কোলন শহরে বিস্ফোরণ

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর কোলনে সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে একটি বিস্ফোরণ হয়েছে। এতে একটি বড় ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপর ঘটনাস্থলে অভিযান শুরু করেছে পুলিশ।

Advertisement

নর্থ রাইন ভেস্টফালিয়া রাজ্যের কোলন শহরের মাঝামাঝি এলাকা সোমবার সকালে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। বিস্ফোরণের পরই শহরটির কেন্দ্রের রুডলফপ্লাৎজ ও ফ্রিজেনপ্লাৎজ অঞ্চলের মধ্যকার সংযোগ-সড়ক বন্ধ করে দেওয়া হয়।

আরও পড়ুন>

গাজায় ইসরায়েলি হামলা, নিহত ২০ জাপানে প্রবীণ জনসংখ্যায় রেকর্ড

বিভিন্ন জার্মান সংবাদমাধ্যম ও বার্তা সংস্থা ডিপিএর খবর অনুযায়ী, সেখানে পুলিশের বড় ধরনের অভিযান চলছে।

Advertisement

কোলন শহরের হোহেনজলের্নরিং পাড়াটি মূলত ক্লাব, বার ও পাবের জন্য পরিচিত। সেই অঞ্চলেই বিস্ফোরণটি হয় বলে জানা গেছে।

বিস্ফোরণের ফলে সেখানকার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রেডিও কোলনের খবরে বলা হয়েছে বিস্ফোরণে এক ব্যক্তি আহত হয়েছেন, তবে আর কোনো সংবাদ মাধ্যমে হতাহতের কোনো খবর আসেনি। তাছাড়া কী কারণে এই বিস্ফোরণ এখনো তা জানা যায়নি।

সূত্র: ডেয়েচে ভেলে

Advertisement

এমএসএম