জাতীয়

ভারী বর্ষণ হতে পারে যে দুই বিভাগে

গভীর নিম্নচাপের প্রভাবে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ২টি বিভাগে ভারী বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিকের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Advertisement

এতে বলা হয়, স্থল গভীর নিম্নচাপের প্রভাবে রাজশাহী ও খুলনা বিভাগের কোথাও কোথাও আজ (১৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

এই বিষয়ে আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক জানান, চট্টগ্রাম অঞ্চল ও ঢাকা বিভাগে বৃষ্টিপাত আপাতত বন্ধ হয়েছে। তবে উত্তরাঞ্চলে আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির আভাস রয়েছে। গভীর নিম্নচাপ দুর্বল হলে বৃষ্টিপাত আরও কমে যাবে।

তিনি বলেন, বর্ষা এখন বিদায় নিচ্ছে। তাই এমন বৃষ্টি হচ্ছে। তবে আগামী ২ দিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।

Advertisement

অন্য এক পৃথক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ুর সক্রিয়তা কমেছে। রোববার রাত থেকে সারাদেশে বৃষ্টিপাত কমেছে। এ অবস্থায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে

আরএএস/এমআইএইচএস/এমএস