সাহিত্য

ইমরুল ইউসুফের কবিতা: পাখির মাংস ভক্ষণে

পাখির ডাকে থাকে নিষ্পাপ গল্পসুরে থাকে নির্মোহ, নির্লোভ, মোহহীন ভালোবাসাতারপরও আমরা পাখি শিকারি।

Advertisement

পাখির ঘুমে থাকে নিস্তরঙ্গ স্বপ্নওড়ায় থাকে নির্ভার, নির্লিপ্ত, নেশাহীন প্রয়োজনতারপরও আমরা পাখি পোষক।

পাখির চোখে থাকে নির্জন অভিলাষখাওয়ায় থাকে নির্মল, নির্মিতি, ত্রিমাত্রিক টট্টরতারপরও আমরা পাখি গোঁসাই।

আমরা মানুষপাখির মতো উড়তে চাইপাখির চোখে দেখতে চাইপাখির মতো গাইতে চাইঅথচ, অধিক প্রোটিনের লোভেপাখির মাংস ভক্ষণে হয়ে যাই বাঘ।

Advertisement

এসইউ/জেআইএম