ক্যাম্পাস

ঢাবিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘দাওয়াত-এ-ইশক’ অনুষ্ঠিত

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘দাওয়াত-এ-ইশক’ শীর্ষক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

Advertisement

রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে শিক্ষার্থীদের আয়োজনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও রাসুল (সা.) এর সিরাতের ওপর আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রায় ৫ হাজার মানুষের মধ্যে তবারক বিতরণ করা হয়। এর আগে এদিন সকাল থেকেই শুরু হয় রান্নার আয়োজন।

আরও পড়ুন ঢাবিতে ‘নতুন বাংলাদেশে কেমন সংবিধান চাই’ শীর্ষক সেমিনার  ঢাবিতে বৈধ সিটের দাবিতে বৃষ্টিতে ভিজেই শিক্ষার্থীদের মানববন্ধন 

মাহফিল আয়োজক কমিটির আহ্বায়ক ক্রিমিনোলজি বিভাগের শিক্ষার্থী মুহম্মদ মুহিউদ্দিন রাহাত বলেন, আজ বাদ মাগরিব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দাওয়াত-এ-ইশক অনুষ্ঠান শুরু হয়। আমরা অনুষ্ঠানের জন্য দোয়েল চত্বর সংলগ্ন তিন নেতার মাজারের পেছনের এলাকায় রান্নার আয়োজন করেছি। অনুষ্ঠানে সব মত ও পথের মানুষকে আমরা আমন্ত্রণ জানিয়েছি।

Advertisement

আয়োজক কমিটির সদস্য পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহম্মদ ইয়াকুব মজুমদার বলেন, দাওয়াত-এ-ইশক একটি সর্বজনীন অনুষ্ঠান। এ অনুষ্ঠানে দল-মত নির্বিশেষ সবাইকে দাওয়াত করা হয়েছে। আমরা আমাদের নবী (সা.) কে ভালোবাসি। সে ভালোবাসা থেকেই আমাদের এই আয়োজন।

এমএইচএ/কেএসআর/জিকেএস