অর্থনীতি

নিম্নমূখী প্রবণতায় লেনদেন শুরু

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দেশের উভয় শেয়ারবাজারে সূচকের নিম্নমূখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় সকাল ১১টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্রড ইনডেক্স ২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৬৫ পয়েন্টে। এসময় ডিএসইতে টাকায় লেনদেন হয়েছে ১৯ কোটি টাকা। ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ৭৪টির দাম বেড়েছে, কমেছে ১০৯ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৯টি প্রতিষ্ঠানের শেয়ারের।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সকাল ১১টার সিএসসিএক্স সূচক ৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৬৩ পয়েন্টে। সিএসইতে মোট ১০২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৭টির, কমেছে ৫৯টির আর অপরিবর্তিত রয়েছে ১৬টি কোম্পানির শেয়ার। টাকার পরিমাণে লেনদেন হয়েছে ২ কোটি ৮ লাখ টাকা।ৃ

Advertisement