ব্যালকনি থেকে পড়ে মারাত্মক চোট পেয়েছেন সৌদি আরবের ফুটবলার ফাহাদ আল মুয়ালাদ। পরে অবস্থা বেগতিক দেখে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়।
Advertisement
গত বৃস্পতিবার এই ঘটনা ঘটে। আরব আমিরাতের শহর দুবাইয়ের নিজ বাসার ব্যালকনি থেকে পড়ে যান ফাহাদ। এই তথ্য জানিয়েছে সৌদি উইঙ্গারের ক্লাব আল সাহেব।
স্থানীয় পুলিশ বলছে, ‘নিজের দোতলা বাড়ির ব্যালকনি থেকে পড়ে গেছেন ফাহাদ। তদন্ত চলমান আছে। তদন্তগুলো সম্পন্ন হলে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষকে ফলাফল জানানো হবে।’
সৌদি আরবের জার্সিতে ৭৮ ম্যাচে ১৭ গোল করেছেন ফাহাদ। সৌদি প্রো লিগের ক্লাব আল ইতিহাদে ক্যারিয়ার শুরুর পর ২০২২ সালে আল সাহেবে যোগ দেন এই ৩০ বয়সী এই উইঙ্গার।
Advertisement
২০১৮ সালের ফুটবল বিশ্বকাপে সৌদি আরবের হয়ে দুটি ম্যাচ খেলেছিলেন ফাহাদ।
এমএইচ/জিকেএস