জাতীয়

ত্রাণের টাকা কোথায়, জানালেন হাসনাত আব্দুল্লাহ

সম্প্রতি টানা বৃষ্টি আর ভারত থেকে আসা পাহাড়ি ঢলে বন্যার পানিতে তলিয়ে যায় অন্তত ১১ জেলার বহু এলাকা। সবচেয়ে বেশি ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় ফেনী, কুমিল্লা আর নোয়াখালীতে। বন্যার্তদের জন্য ত্রাণ সংগ্রহে মাঠে নামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ত্রাণ পাঠান বন্যার্তদের জন্য। সেই ত্রাণের খরচের ব্যাপারে আরও তথ্য দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।

Advertisement

আরও পড়ুন:

ত্রাণের পুঙ্খানুপুঙ্খ হিসাব দেবো: সমন্বয়ক হাসনাত যারা ত্রাণের গাড়ি আটকে আন্দোলন করছে তারা জাতির শত্রু

শনিবার (১৪ সেপ্টেম্বর) ফেসবুক পোস্টে তিনি এভাবে লেখেন, ‘গত ৪ সেপ্টেম্বরের প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদের টিএসসির ত্রাণ কর্মসূচির আয় ও ব্যয়ের হিসাব জানানো হয়েছিল। ব্যয় বাদে বাকি টাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনতা ব্যাংক, সোনালী ব্যাংক শাখা, ইসলামি ব্যাংক ও মোবাইল ব্যাংকিংয়ে সংরক্ষিত রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, একজন নারী শিক্ষার্থী ও একজন ছাত্রের নামে বিশেষভাবে একাউন্ট খোলা হয়েছে, যেখানে শুধু এই তিনজনের সম্মিলিত সিগনেচারের মাধ্যমে টাকা হস্তান্তর করা সম্ভব।’

তিনি আরও লেখেন, ‘এখন পর্যন্ত ওই একাউন্ট থেকে কোনো টাকা হস্তান্তর করা হয়নি। স্বচ্ছতা নিশ্চিতকরণের লক্ষ্যে আমরা ত্রাণ কার্যক্রমের আয় ও ব্যয়ের ওপর একটি অডিট করছি এবং আগামী কয়েকদিনের মধ্যে অডিট রিপোর্ট প্রকাশ করা হবে, ইনশাআল্লাহ। আমরা সবসময় গঠনমূলক সমালোচনা গ্রহণে আগ্রহী। কোনো বিশেষ ভুলবুঝাবুঝি থাকলে অনুগ্রহ করে তা নির্দিষ্টভাবে তুলে ধরুন, যাতে আমাদের কাজ আরও কার্যকরী হতে পারে। আগামীর বাংলাদেশ হোক স্বচ্ছতা ও জবাবদিহিতার মডেল।’

Advertisement

এসএনআর/এমএস