খেলাধুলা

২২ সেকেন্ডে পিছিয়ে পড়ার পর হালান্ডের জোড়া গোলে জিতলো ম্যনসিটি

ব্রেন্টফোর্ড হয়তো প্রথমে বুঝতে পারেনি কোন দলের বিপক্ষে খেলতে এসেছে তারা। প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটিতে কে খেলছে, সেটি বুঝতেও বোধহয় খানিকটা দেরি করে ফেলেছে ব্রেন্টফোর্ড। আর যদি সেটা না হয়, তাহলে কেন ২২ সেকেন্ডে গোল করে ম্যানসিটির অপ্রতিরোধ্য ও তরুণ আরলিং হালান্ডকে রাগিয়ে দিলো ব্রেন্টফোর্ড?

Advertisement

সবকিছু জেনেও নিজেদের সামর্থ্য প্রমাণ করার জন্যই হয়তো এমনটি করেছে ব্রেন্টফোর্ড। কিন্তু কোনো লাভই হলো না। সামর্থ্যের জানান দিতে গিয়ে ক্ষিপ্ত হালান্ডের একার আক্রমণেই ধসে পড়েছে তারা। জোড়া করে ম্যানসিটিকে ২-১ গোলে জয় এনে দিয়েছেন হালান্ড।

শনিবার রাতে সিটির ঘরের মাঠ ইতিহাদে স্টেডিয়ামে ব্রেন্টফোর্ডের গোলটি ছিল চলতি মৌসুমের দ্রততম। গোলটি করেন ইয়নে উইসা।

১৯ মিনিটে প্রথম গোল করেন হালান্ড। নরওয়েজিয়ান তারকা দ্বিতীয়বার নিজের বল স্পর্শ করেই গোলটি করেন। এতে ১-১ সমতায় ফেরে সিটি। ৩২ মিনিটে ইদাসনের অ্যাসিস্টে নিজের দ্বিতীয় গোল করেন তিনি। এ নিয়ে চলতি মৌসুমে মাত্র ৪ ম্যাচে ৯ গোল করলেন হালান্ড। দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হওয়ায় ২-১ ব্যবধানেই জয় পায় ম্যানসিটি।

Advertisement

বর্তমানে ৪ ম্যাচে ৪ জয়ে সিটির পয়েন্ট ১২। পয়েন্ট টেবিলের শীর্ষে আছে পেপ গার্দিওলার শিষ্যরা। সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আছে লিভারপুল।

এমএইচ/এমএস