সাহিত্য

ফ্যাসিবাদী দুঃস্বপ্নের অন্ধকার এবং অন্যান্য

ফ্যাসিবাদী দুঃস্বপ্নের অন্ধকার

Advertisement

রৌদ্রের চিৎকার ঢেকে দেয় অন্ধকারশাপদের নগরীতে নেই মানুষের আনাগোনা।কে যেন ভুল করে, এখনো স্বপ্ন দেখে আলোকিত শুদ্ধতার!কে যেন ভুল করে, মনুষ্যত্ব লালন করে অলীক জানাশোনার।এখানে মানুষ নেই, আছে মানুষের অববয়েঅদ্ভুত কায়া, ছায়া তার ঠিকই আছে নেই শুধু মায়া।এক হিরন্ময় সুক্ষ্ণতায়, ছলচাতুরির কারুকার্যতায়লুণ্ঠিত হয়ে গেছে আমাদের সুন্দর বর্তমান, ভুত-ভবিষ্যৎ।রৌদ্রের চিৎকার ঢেকে দেয় অন্ধকারশাপদের নগরীতে নেই মানুষের আনাগোনা।এখানে মানুষ নেই, আছে মানুষের অববয়েঅদ্ভুত কায়া, ছায়া তার ঠিকই আছে নেই শুধু মায়া।

****

এই যে তুমি আছো এই যে তুমি নেই

Advertisement

এই যে তুমি আছোএই যে তুমি নেইতোমার ভালোবাসা যেন বিচ্ছেদ বিরহেই।

মন ও মননে পার্থক্যগুলো গুনে গুনেমিলগুলো অমিল হলোবলো কার লাভকার ক্ষতি, এ প্রহসনে,এ ব্যথার আগুনে পুড়ে পুড়েআমি বা নিঃশেষ হলাম তোমার কারণে।বলো কার লাভকার ক্ষতি, এ প্রহসনে।

যে পোড়ায় সেও পোড়ে অনন্ত দাহনেএসো ভালোবাসা, এসো হে প্রেম।যা কিছু সুন্দর তোমায় দিলেম।হে আমার প্রেম, যা কিছু সুন্দর তোমায় দিলেম।

তোমার যা আছে, অথবা নেইআমার তো সব গেছে হারিয়ে সেই কবেই।

Advertisement

চাওয়া-পাওয়ার হিসাব বড় বেহিসাবি খাততার চেয়ে ভালো ঘুমহীন একাকিত্বের রাত।

তোমার যা আছে, অথবা নেইআমার তো সব গেছে হারিয়ে সেই কবেই।

যদি ভুলে যাই, নতুন করে সাজাইসব কিছু, যতটুকু পেয়েছি অনাদর।তোমার ছায়া ও কায়া, যদি মুছে যায় বিরহ গাথাক্ষমা করো সে সুন্দর।

তোমার যা আছে, অথবা নেইআমার তো সব গেছে হারিয়ে সেই কবেই।

এই যে তুমি আছোএই যে তুমি নেইতোমার ভালোবাসা যেন বিচ্ছেদ বিরহেই।

এসইউ/এমএস