বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে শনিবারও (১৪ সেপ্টেম্বর) মোংলা বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে। লঘুচাপ পরবর্তী নিম্নচাপের ফলে শুক্রবার বিকেল থেকে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।
Advertisement
ভারী বৃষ্টিতে সম্পূর্ণ বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত দুইটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। তবে স্বাভাবিক রয়েছে অন্য ৫টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ।
গত ২৪ ঘণ্টায় মোংলায় ৭০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। মোংলা আবহাওয়া অফিস ইনচার্জ মো. হারুন অর রশিদ বলেন, নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।
এদিকে টানা ভারী বর্ষণে জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। বৃষ্টির পানিতে নিচু এলাকায় জলাবদ্ধতাসহ চিংড়ির ঘের তলিয়ে ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয়রা। বৈরী আবহাওয়া বিরাজ করায় লোকজনের স্বাভাবিক কাজ-কর্ম বিঘ্নিত হচ্ছে। শহরে দোকাটপাট খুলেছে কম, তাই লোকজনও কম। তবে এতে বেশি বিপাকে পড়েছেন নিতান্তই খেটে খাওয়া দিনমজুরেরা।
Advertisement
আবু হোসাইন সুমন/এফএ/এমএস