খেলাধুলা

শনিবার ক্রিকেটারদের হাতে বোনাসের অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা

পাকিস্তানকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। এতে করে বড় অংকের অর্থ পুরস্কার বা বোনাস পাচ্ছেন ক্রিকেটাররা। জানা গেছে, এই পুরস্কারের পরিমাণ ৩ কোটি ২০ লাখ টাকা।

Advertisement

আগামীকাল শনিবার বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে ক্রিকেটারদের হাতে সে অর্থ তুলে দেবেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বিসিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

প্রতিটি টেস্ট, ওয়ানডে আর টি-টোয়েন্টি সিরিজের জন্য বিসিবি জাতীয় দলকে বোনাস দেয়। সেটা নির্ভর করে ফলের ওপর। এক টেস্ট জয়, এক ওয়ানডে আর টি-টোয়েন্টির জন্য একরকম অর্থ পুরস্কার।

আর সিরিজ বিজয় এবং ধবলধোলাইয়ের জন্য বড় অংকের পুরস্কারের রীতি প্রচলিত আছে। সে ধারায় এবার পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে যথাক্রমে ১০ ও ৬ উইকেটে জেতা দল ৩ কোটি ২০ লাখ টাকা পাবে বলে জানা গেছে।

Advertisement

শনিবার সে অর্থটা একটা জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিসিবি সূত্র জানিয়েছে।

এআরবি/এমএমআর/জিকেএস