জোকস

আজকের কৌতুক: লেখক যখন খুব ব্যস্ত

লেখক যখন খুব ব্যস্তএক লেখকের বই হু-হু করে বিক্রি হতে লাগল। তিনি দু’হাতে লিখতে লাগলেন। তাতেও কুলাতে না পেরে শেষে ভাড়াটিয়া লেখকদের লেখাতে লাগলেন। ভূমিকাটা শুধু তিনি লিখে দেন। একবার তার একটা নতুন বই প্রকাশিত হলে তিনি তার ছেলেকে বললেন, তুমি কি আমার সর্বশেষ বইটি পড়েছে?

Advertisement

ছেলে বললো, আপনি নিজে কি ওই বইটি পড়েছেন, বাবা?

****

স্ত্রীকে খুশি রাখতে স্বামীদের প্রশিক্ষণসংসার সুখের করতে স্বামীদের অবদান অনেক। তাই তো কীভাবে স্ত্রীকে খুশি রাখা যায় এবং সংসার সুখের করা যায় সে বিষয়েই স্বামীদের নিয়ে একটি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। সেখানে প্রশিক্ষক বললেন—প্রশিক্ষক: যদি আপনার স্ত্রী আপনার কথা না শোনেন, তবে…

Advertisement

এক স্বামী: তবে কী?প্রশিক্ষক: এত আগ্রহ ভরে জানতে চেয়ে লাভ নেই।এক স্বামী: কেন?প্রশিক্ষক: স্বামীর কথা আসলে কোনো স্ত্রীই ঠিকমতো শোনেন না।এক স্বামী: তাহলে কী করার আছে?প্রশিক্ষক: সব সময় স্ত্রীর কথাই মেনে নেবেন। সে হ্যাঁ বললে হ্যাঁ, না বললেও হ্যাঁ।

****

পোকা মারার বিষছেলে: বাবা, বাবা! ভাইয়া না একটা পােকা খেয়ে ফেলেছে।বাবা: কী বলিস? সর্বনাশ হয়ে গেছে!ছেলে: ভয় পেয়াে না বাবা। আমি সঙ্গে সঙ্গে ভাইয়াকে পােকা মারার বিষ খাইয়ে দিয়েছি।

কেএসকে/এমএস

Advertisement