দেশজুড়ে

বিগবস কারখানায় আগুনে ক্ষতি ৫৫ কোটি টাকা

গাজীপুরের কাশিমপুর সারাবো এলাকায় বহিরাগত শ্রমিকদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিগবস করপোরেশন লিমিটেডের কারখানায় ৫৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

Advertisement

অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার সিনিয়র ম্যানেজার এডমিন এমএম হাবিবুর রহমান বাদী হয়ে জিডি করেছেন।

জিডিতে তিনি উল্লেখ করেন, ১১ সেপ্টেম্বর অজ্ঞাতপরিচয় তিন থেকে চার হাজার দুষ্কৃতকারী এ্যাপটেক ইন্ডাস্ট্রিয়াল পার্কের বিগবস করপোরেশন, বিগবস ওয়াসিং, এপটেক ক্যাসুয়ার, সালিনা ফ্যাশন লিমিটেডের গোডাউনের মেইন গেট ভেঙে ভেতরে ঢুকে। তারা সিকিউরিটি গার্ডদের বেধড়ক মারধর করে। তখন তাদের বিরত করার জন্য ফ্যাক্টরির কর্মকর্তা ও শ্রমিকরা চেষ্টা করলে ২৫ জনকে এলোপাতাড়ি মারপিট করে আহত করে। একপর্যায়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে গোডাউনে থাকা ফেব্রিক্স, কেমিক্যাল, কার্টন, প্লাস্টিক হ্যাংগারসহ চলমান বায়ারের আরও অন্যান্য মালামাল ও একটি স্টাফ বাস পুড়িয়ে দেয়। যাতে আনুমানিক ৫৫ কোটি টাকার ক্ষতি হয়।

মো. আমিনুল ইসলাম/জেডএইচ/জেআইএম

Advertisement