দেশজুড়ে

মেহেরপুরে সোনার ২৫ বারসহ আটক ২

মেহেরপুরে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ২৫টি দ্বিখন্ডিত সোনার বারসহ দুজনকে আটক করেছে বিজিবি।

Advertisement

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোরে জেলার আমঝুপি বাজারে এ অভিযান চালানো হয়। বিজিবির দাবি আটকরা চিহ্নিত চোরাকারবারী।

আটকরা হরেন- ঢাকা ধামরাই উপজেলার চৌহাট চকপাড়ার মৃত লাল মিয়ার ছেলে মো. আলাল হোসেন (৪৮) ও টাংগাইলের মির্জাপুর উপজেলার ভাওড়া গ্রামের মো. বাদশা মিয়ার ছেলে মো. রাজিব হোসেন (২৯)। তাদেরকে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কুষ্টিয়া বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী জেআর পরিবহনে সোনা পাচার করা হচ্ছে মর্মে সংবাদের ভিত্তিতে তার দিক নির্দেশনায় সহকারী পরিচালক মো. জাকিরুল ইসলামের নেতৃত্বে ব্যাটালিয়ন সদরের বিশেষ টহল দল আমঝুপি মেইন রোডে অবস্থান নেয় এবং জেআর পরিবহন (যার নং-১৪-৬৭৯১) বাসে তল্লাশী চালায়। এসময় আলাল হোসেন ও রাজিব হোসেনের কাছে সোনার বার পাওয়া গেলে তাদের আটক করা হয়। সোনার বার ও জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য দুই কোটি ৬০ লাখ ২৫ হাজার ৮০৪ টাকা।এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Advertisement

আসিফ ইকবাল/এএইচ/জিকেএস