মার্বেল কমিকসের বহুল প্রতিক্ষীত ছবি ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’ সম্প্রতি মুক্তি পেয়েছে বিশ্বব্যাপী। আর মুক্তি পেয়েই বক্স অফিসে চমক সৃষ্টি করে যাচ্ছে ছবিটি। তবে এখনো যুক্তরাস্ট্রেই মুক্তি পায়নি ক্যাপ্টেন আমেরিকা। তার আগেই ছবিটি দেখার সুযোগ পেয়েছেন বিশ্বের অন্যান্য দেশের দর্শকরা। ক্যাপ্টেন আমেরিকার এই তৃতীয় সিকুয়্যালটি ইতোমধ্যেই প্রদর্শিত হচ্ছে ব্রাজিল, ব্রিটেন ও দক্ষিণ কোরিয়ায়। আর এই তিন দেশে মুক্তি পেয়েই ছবিটি বছরের সেরা উদ্বোধনী আয়ের রেকর্ড গড়ে ফেলেছে। ছবিটি প্রথমদিনে শুধুমাত্র দক্ষিণ কোরিয়াতেই আয় করেছে ২ কোটি ৮৬ লাখ মার্কিন ডলার! এছাড়াও ব্রিটেনে ছবিটির আয় ছিলো ২ কোটি ৬ লাখ মার্কিন ডলার ও ব্রাজিলে ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার। এভেঞ্জারদের কলহ নিয়েই মূলত লেখা হয়েছে ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ারের গল্প। আর এ ছবিটি দিয়ে প্রথমবারের মতো মার্বেল কমিকসের চরিত্র ‘ব্ল্যাক প্যান্থার’কে দেখা যাবে রূপালী পর্দায়। মার্কিন যুক্তরাষ্ট্র ও এশিয়ায় ছবিটি ৬ মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।আরএএইচ/এলএ
Advertisement