জাতীয়

প্রেসক্লাবের সামনে ক্লিন সিটির একি নমুনা

রাতারাতি ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে জাতীয় প্রেসক্লাব সংলগ্ন রাস্তা। মূল প্রবেশপথ থেকে একটু এগোলেই ফুটপাতে উপর লাল, সবুজ ও হলুদ রংয়ের তিনটি পোস্ট বক্স, ঠিক তার নীচের রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা আবর্জনা। ময়লার দুর্গন্ধে নাকে রুমাল ও হাত চেপে ধরে পার হতে হচ্ছে ওই এলাকা। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সারাদেশের নকলনবিশদের মহাসমাবেশ চলছিল। কিন্তু ময়লার দুর্গন্ধে সেখানে দাঁড়ানোই দায়। পুলিশ বাহিনীর সদস্যরা রোদে দাঁড়িয়ে সেখানে দায়িত্ব পালনকালে দুর্গন্ধে বার বার বিরক্তি প্রকাশ করছিলেন।পথচারীরারা বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন ২০১৬ সালকে পরিচ্ছন্ন শহর ঘোষণা করেছেন। বর্জ্য ব্যবস্থাপনায় ছোট-বড় ডাস্টবিন স্থাপন করে প্রশংসা কুড়িয়েছেন। কিন্তু ক্লিন সিটির একি নমুনা! জাতীয় প্রেসক্লাবের সামনের রাস্তায় ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে থাকায় তারা ডিএনসিসির সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বলে জানান।জানা গেছে, সোমবার সকালেও এখানে কোনো ধরনের ময়লা আবর্জনা ছিল না। কিন্তু হঠাৎ করে সন্ধ্যার পর ময়লা আবর্জনার স্তুপ জমে যায়। প্রেসক্লাবের সামনে একটি বাসস্ট্যান্ড রয়েছে। এখানে সকালে-বিকেলে বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। ফলে পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক উপস্থিত থাকেন। তাদের চোখের সামনে ময়লা আর্বজনা কে বা কারা ফেললো তা নিয়ে আলোচনা করছিলেন অনেকেই।এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন রকিব উদ্দীন জাগো নিউজকে বলেন, প্রেসক্লাবের যে স্থানটিতে ময়লা পড়ে থাকার কথা বলছেন সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য আমাদের কাছে নেই। আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা এলাকা পরিদর্শনে থাকেন আশা করছি চোখে পড়া মাত্র তারা এ ময়লা সরিয়ে ফেলবেন। তিনি আরো বলেন, নগরী পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে শহরের বিভিন্ন জায়গায় ডাস্টবিন স্থাপন করা হয়েছে। সাধারণ মানুষ একটু সচেতন হলেই আমরা নগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখতে পারবো।এমইউ/এমএমজেড/এসএইচএস/এবিএস

Advertisement