আইন-আদালত

আরও চার হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক আইজিপি মামুনকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীতে পৃথক চার হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার দেখানো হয়েছে।

Advertisement

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ৩ সেপ্টেম্বর রাতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি)।

আরও পড়ুন

Advertisement

সাবেক আইজিপি মামুন ও শহীদুল হক গ্রেফতার

চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর পুলিশের আইজিপি হিসেবে দায়িত্ব পান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তার নেতৃত্বে পুলিশ বাহিনীর অনেক সদস্যের বিরুদ্ধে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালানোর অভিযোগ আছে। শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি আত্মগোপনে চলে যান। গত ৬ আগস্ট আইজিপি থেকে তাকে অবসরে পাঠানো হয়।

জেএ/ইএ/এএসএম