ফেনীর ফুলগাজীতে ছেলেকে রাস্তা থেকে সরাতে গিয়ে পিকআপচাপায় জাহানারা আক্তার মুক্তা (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফুলগাজী বাজারের প্রবেশমুখে এ দুর্ঘটনা ঘটে। পরে পুলিশ এসে ওই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়।
Advertisement
একই ঘটনায় নিহতের ছেলে আলিফ (১২) আহত হয়েছে। মুক্তা পরশুরাম উপজেলার অনন্তপুর গ্রামের প্রবাসী আবদুল কাদেরের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার সন্ধ্যায় ফুলগাজীতে বাজার করতে যান গৃহবধূ মুক্তা ও তার ছেলে আলিফ। তারা সবজি বাজারের মুখে গেলে আলিফ অসতর্কতাবশত রাস্তার ওপর চলে যায়। এসময় তার মা মুক্তা তাকে রাস্তা থেকে সরাতে গেলে বিপরীত দিক থেকে আসা পাথরবোঝাই একটি পিকআপ তাকে চাপা দেয়। এতে মাথা ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
তাৎক্ষণিক লোকজন এসে আহত অবস্থায় ছেলে আলিফকে চিকিৎসার ব্যবস্থা করে। নিহত গৃহবধূর মরদেহ পুলিশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
Advertisement
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, গাড়িচাপায় নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক স্থানীয়রা পিকআপ চালক জসিম উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আবদুল্লাহ আল-মামুন/এফএ/এএসএম