দেশজুড়ে

ভারতে পাচারের সময় ৬২০ কেজি ইলিশ জব্দ

অবৈধভাবে ভারতে পাচারের সময় কুমিল্লার বুড়িচং সীমান্ত থেকে ৬২০ কেজি ইলিশ জব্দ করেছে করা হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) উপজেলার আনন্দপুর সীমান্ত থেকে মাছগুলি জব্দ করা হয়।

Advertisement

বিজিবির সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করেন বিজিবি। এ সময় চোরাকারবারি বুড়িচংয়ের উত্তর আনন্দপুর পাহাড়ের টিলায় ৩১টি বক্স রেখে পালিয়ে যায়। পরে সেগুলো তল্লাশি করে ৬২০ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়।

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার জানান, এসব মাছ নিলামের মাধ্যমে বিক্রি করে টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/জেআইএম

Advertisement