দেশজুড়ে

লালমনিরহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

লালমনিরহাটে বজ্রপাতে শিশুর মৃত্যু

লালমনিরহাটের হাতীবান্ধায় বজ্রপাতে আনিছা বেগম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার সিন্দুনা গ্রামে এ ঘটনা ঘটে।

Advertisement

আনিছা বেগম ওই গ্রামের মনোয়ারুল ইসলামের মেয়ে। সে স্থানীয় বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী।

উপজেলার সিন্দুর্না ইউনিয়নের চেয়ারম্যান আরিফুল ইসলাম জানান, বিকেলে আনিছা বেগম বাড়ির উঠানে বৃষ্টিতে গোসল করছিল। এ সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয় সে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করা হয়েছে।

রবিউল হাসান/আরএইচ/জেআইএম

Advertisement