সাবেক পুলিশ সুপার আলি আকবর খানকে চাকরিতে পুনর্বহাল করেছে সরকার। অবসরের পর থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত হিসেবে গণ্য করায় তিনি বকেয়া বেতন, পদোন্নতি এবং চাকরির অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
Advertisement
বুধবার (১১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। গতকাল ১০ সেপ্টেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে সই করেন সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত সাবেক পুলিশ সুপার আলি আকবর খানকে ২০২২ সালের ৭ এপ্রিল থেকে চাকরিতে পুনর্বহাল করা হলো।
অবসর প্রদানের তারিখ থেকে পুনর্বহালের পূর্ব পর্যন্ত সময়কে কর্মরত (ইন টিউটি) গণ্য করে তার বকেয়া বেতন-ভাতাদি, পদোন্নতি এবং চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা বিধি মোতাবেক প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
Advertisement
টিটি/এমকেআর/জেআইএম