প্রকাশিত হয়েছে কবি ও কথাসাহিত্যিক আসমা সুলতানা শাপলার কবিতার বই ‘মৃত্যু এক দারুণ রোমান্স’। বইটি প্রকাশ করেছে অনুপ্রাণন প্রকাশন। প্রচ্ছদ করেছেন তৌহিন হাসান। মুদ্রিত মূল্য ২১০ টাকা।
Advertisement
প্রকাশক জানান, ২৫% ছাড়ে বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনের প্রধান কার্যালয়, কাঁটাবন ও বাংলাবাজারের বিক্রয়কেন্দ্রে। এছাড়া দেশব্যাপী অনুপ্রাণনের পরিবেশক ‘নির্বাচিত’র বিক্রয়কেন্দ্রগুলোতে। ঘরে বসে ২৫% ছাড়ে পেতে চাইলে অর্ডার করুন অনুপ্রাণন প্রকাশনের ফেসবুক পেজে মেসেঞ্জারের মাধ্যমে অথবা ওয়েবসাইটের লিংক থেকে।
আরও পড়ুনআল মাহমুদের সোনালি কাবিন: সৃষ্টিতে বিস্ময়আসছে ভ্রমণকাহিনি ‘যেতে যেতে তোমাকে কুড়াই’বইটি উৎসর্গ করা হয়েছে ২০২৪ সালের রক্তাক্ত জুলাইতে পুলিশের গুলিতে নির্বিচারে যেসব বাংলাদেশি বাঙালি বীর ছাত্রছাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন।
বই সম্পর্কে কবি আসমা সুলতানা শাপলা বলেন, ‘প্রাণে প্রাণে যোগ হলেই কবিতা। না হলে সব বিভ্রাট। কবিতার ক্যানভাস ছোট। ছোটগল্প বা উপন্যাসের মতো না। কিন্তু কবিতা বড় মাধুকর। এর সুবাস সর্বজয়ী। এই বইতে লেখা কবিতা আমার বলা কার্যকলাপের খাপে যদি চলে যায়, তবে বলবো আমার কাজটা স্বার্থক।’
Advertisement
এসইউ/জেআইএম