আন্তর্জাতিক

ভারত-পাকিস্তান সীমান্তে গুলি, বিএসএফ সদস্য আহত

ভারত-পাকিস্তান সীমান্তে গুলির ঘটনায় এক বিএসএফ সদস্য আহত হয়েছেন। বুধবার (১১ সেপ্টেম্বর) আখনুর সীমান্তে এই ঘটনা ঘটে। তবে এতে পাকিস্তানে কেউ হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

Advertisement

ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের মুখপাত্র জানিয়েছেন, সীমান্তের আখনুর এলকায় উসকানিমূলক গুলির ঘটনা ঘটেছে। বিএসএফও পাল্টা গুলি চালিয়েছে। পাকিস্তান থেকে চালানো গুলিতে বিএসএফের একজন সদস্য আহত হয়েছেন।

আরও পড়ুন>

উত্তপ্ত মণিপুরে এবার ইন্টারনেট বন্ধ এবার মোদীর রাজ্যে নারীকে দলবদ্ধ ধর্ষণের পর হত্যা, গ্রেফতার ৪

জানা গেছে, এই মূহুর্তে আন্তর্জাতিক সীমান্ত ও লাইন অব কন্ট্রোলে উচ্চ সতর্কতা ও নজরদারি চালাচ্ছে ভারতীয় বাহিনী।

Advertisement

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি দুই দেশের মধ্যে সন্ধি হলেও কয়েকবার তা ভঙ্গ হয়েছে। সবচেয়ে বড় ঘটনা ঘটে গত বছর রামগর সেক্টরে। তখন পাকিস্তানের গুলিতে এক ভারতীয় সীমান্ত রক্ষী সদস্য নিহত হয়।

দেশ দুইটির মধ্যে এমন এক সময় এ ধরনের ঘটনা ঘটলো যখন ১০ বছর পর জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচন হতে চলেছে। সেখানে প্রথম ধাপের নির্বাচন ১৮ সেপ্টেম্বর।দ্বিতীয় ধাপের নির্বাচন ২৫ সেপ্টেম্বর ও তৃতীয় ধাপের নির্বাচন ১ অক্টোবর।

এমএসএম

   

Advertisement