ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাঁধে মঙ্গলবার। সংঘর্ষের এক পর্যায়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজে হামলা করে কলেজটির সাইনবোর্ড খুলে নিয়ে যায়৷ বর্তমানে সাইনবোর্ডটি ঢাকা কলেজের মাঠে পড়ে আছে৷
Advertisement
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে ঢাকা কলেজ ক্যাম্পাসে দেখা যায়, কলেজের কেন্দ্রীয় খেলার মাঠে আইডিয়াল কলেজের সাইনবোর্ড পড়ে আছে। এর আগেও একবার এই দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষে আইডিয়াল কলেজের সাইনবোর্ড খুলে এনেছিলেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
আরও পড়ুন:
আইডিয়ালের সাইনবোর্ড খুলে নিয়ে গেলো ঢাকা কলেজের শিক্ষার্থীরা
Advertisement
এদিকে, পুনরায় সংঘর্ষ এড়াতে বুধবার ও বৃহস্পতিবার ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের ক্লাস বন্ধ রেখেছে কলেজ কর্তৃপক্ষ।
এদিকে, সংঘর্ষের ঘটনায় আহত ১৭ জন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
এনএস/এসএনআর/এএসএম
Advertisement