সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব হিসেবে সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট এ এম জামিউল হক ফয়সালকে মনোনীত করা হয়েছে।
Advertisement
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) এক স্মারকে জামিউল হক ফয়সালকে এ মনোনয়ন দেওয়া হয়।
জামিউল হক ফয়সাল মানবাধিকার আইনজীবী হিসেবে আদালত অঙ্গনে পরিচিত। মানবাধিকার সংস্থা ব্লাস্ট, এএলআরডি, চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছেন তিনি।
জাতীয় আইনগত সহায়তা আইন ২০০০ এর ৮(ক)১(চ) ধারা অনুযায়ী এই নিয়োগ দেওয়া হয়। বর্তমানে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির সভাপতি হিসেবে আছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার।
Advertisement
সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে দরিদ্রদের জন্য বিনামূল্যে আইনি সহায়তা দিয়ে থাকে। আর্থিকভাবে অসচ্ছল বিচারপ্রার্থীরা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপ্রার্থীরা লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী পেয়ে থাকেন।
এফএইচ/এসএনআর/এএসএম