শরৎ আসিলে
Advertisement
শ্রাবণের বিরহীনির কেশ উড়াইয়া এলো শুভ্র শরৎ,শিউলিমালা-শঙ্খমালারা রঙে হইয়াছে মাত।শরৎপ্রাতে তৃষিত মনে ধরিয়াছে গান-ভীষণ,শরৎ আসিলো মন কাড়িলো লাগিলো মনে ফাগুন।
কাশের গুচ্ছে মেঘ ছেয়েছে সাদা মেঘের ভেলা,বকের সারি, মেঘের সারি: মন ভোলানো খেলা।শরৎ-বুকে দুঃখের খাতায়, জমা করে সব দুখ,কাজলদিঘির শীতল জলে লভি প্রাণের সুখ।
শরৎ-নিশিতে শুক্ল-কালেতে দুগ্ধস্নান চন্দে,জোস্নাবনে শরৎ-সন্ধ্যায় জাগে নেশা প্রেমে।শেফালির বনে হিমঝুড়ি ঝরে জড়িয়ে দিয়ে মায়ায়মেঘ-বাদলের দিন এসে যায় ছাতিম তলার ছায়ায়।
Advertisement
****
বৃষ্টির শাসনে
শরৎ-সন্ধ্যায় শ্রাবণের ঘন-মেঘ ঘুরে-ফিরে,রবির আলো নিভিয়া মেঘের ভেলারা ভাসে।সন্ধ্যাবেলায় বারি ঝরে শরতের কান্নার সুরে,আজ বুঝি মেঘের শাসনে শরৎ এলো চলে!
ভাদর মাসের বৃষ্টি এলো ঝনঝন টিনের চালে,দোলনচাঁপার রূপে আজ আগুন জ্বলে বৃষ্টি-জলে।কালো-মেঘের কঠিন কথায় বৃষ্টি ঝরে সঙ্গোপনে,অম্ভরেতে মেঘ-মেদুরের লুকোচুরি খেলা চলে।
Advertisement
নবীন ধানের মঞ্জুরিতে প্রজাপতির ঘর ভাঙে,সন্ধ্যা-রাতে অবেলাতে শারদ-লক্ষ্মীর রূপ ঝরে।গায়ের বধূ শরৎ এলো কেশ ভিজিয়ে শ্রাবণ-জলে,নিশীথ-রাতে শরৎ নামের বৃষ্টি বহে যার চোখে।
এসইউ/এএসএম