আন্তর্জাতিক ক্যারিয়ারে অন্যরকম সেঞ্চুরি হাঁকালেন ইংল্যান্ডের ফুটবলার হ্যারি কেইন। তবে ইংলিশ ফরোয়ার্ড নিজের শততম ম্যাচটি রাঙাতে পারবেন না কিনা, তা নিয়েই ছিল সন্দেহ এবং সমর্থকদের উৎকণ্ঠা। অবশেষে শঙ্কা উড়িয়ে দুর্দান্ত ক্যারিয়ারের দুর্দান্ত মাইলফলক রাঙালেন কেইন। উয়েফা নেশনস লিগে ফিনল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করলেন তিনি। কেইনের একক কৃতিত্বে নেশনস লিগের দ্বিতীয় ম্যাচে ফিনল্যান্ডকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড।
Advertisement
গতকাল মঙ্গলবার ইংল্যান্ডেরর ঐতিহাসিক ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা শুরুর আগে কেইনকে গোল্ডেন ক্যাপ উপহার দেওয়া হয়। সঙ্গে একজোড়া গোল্ডেন বুটও উপহার পান কেইন। এরপর মাঠে নামে আলো ছড়ান ‘নাম্বার নাইন’।
এর আগে ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে ২-১ গোলে হেরে গিয়েছিল ইংল্যান্ড। ওই ম্যাচে ইংল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছিলেন কোল পালমার। এরপর নেশনস লিগের প্রথম ম্যাচেও গোল পাননি কেইন। যে কারণে গতকালের হোমম্যাচেও কেইনের গোল পাওয়া নিয়ে ছিল শঙ্কা। শেষ পর্যন্ত জোড়া গোল করে দলকে একাই জেতালেন কেইন।
কেইন গোল দুটি করেন ৫৭ ও ৭৬ মিনিটে। ইংল্যান্ডের জার্সিতে ১০০ ম্যাচে ৬৮ গোল করলেন তিনি। এছাড়া গতকাল বায়ার্ন মিউনিখ তারকার ৫টি দুর্দান্ত শট রুখে দেন ফিনল্যান্ড গোলরক্ষক লুকাস হ্রাদিকি। তা না হলে হয়তো গোলের সংখ্যা আরও বাড়াতে পারতেন কেইন।
Advertisement
কেইন গতকাল মাঠ ছাড়েন আগেভাগেই, ৮০ মিনিটে। এরপর বায়ার্ন তারকাকে দাঁড়িয়ে সম্মান জানান সতীর্থরা।
ঘরের মাঠে ফিনল্যান্ডকে হারিয়ে অন্তর্বর্তী কোচ লি কার্সলির অধীনে দ্বিতীয় জয় পেলো ইংল্যান্ড। এতে পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ-বি২ তে টেবিলের শীর্ষে আছে থ্রি লায়নরা।
এমএইচ/এএসএম
Advertisement