ময়মনসিংহের গফরগাঁওয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পাঁচভাগ ইউনিয়নের খুরশি মহল গ্রামের এ ঘটনা ঘটে।
Advertisement
তারা হলো, ওই এলাকার আল আমিনের ছেলে উমর (৩) ও আমিরুলের মেয়ে সিনহা (২)। সম্পর্কে তারা চাচাতো ভাই বোন।
পাঁচভাগ ইউনিয়নের সাবেক মেম্বার ইসলাম উদ্দিন জানান, সকালে দুই শিশু বাড়িতে খেলাধুলা করছিল। একপর্যায়ে বাড়ির লোকজনের অগোচরে পাশের পুকুরে পড়ে যায় তারা। পরে পরিবারের লোকজন তাদের অনেক খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পায়নি। দুপুরে পুকুরে এক শিশুর মরদেহ ভাসতে দেখে উদ্ধার করে। পরে সেখান থেকে অপর শিশুর মরদেহও উদ্ধার করা হয়।
পাগলা থানার পরিদর্শক তদন্ত (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু বিষয়টি থানায় কেউ জানায়নি। পরে বিষয়টি বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি।
Advertisement
মঞ্জুরুল ইসলাম/আরএইচ/এমএস