দেশজুড়ে

সিঙ্গাপুরে চিকিৎসা না নিয়ে বাংলাদেশকে সিঙ্গাপুরের মতো করুন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উদ্দেশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আপনারা যদি ছাত্র-জনতার আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে না পারেন, তাহলে পদত্যাগ করুন।

Advertisement

মঙ্গলবার (১০ সেপ্টম্বর) বিকেলে রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘আমরা শুনেছি বর্তমান সরকারের অনেকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। আপনাদের বলে দিতে চাই, সিঙ্গাপুরে চিকিৎসা না নিয়ে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা সিঙ্গাপুরের মতো করুন। না হয় এই সরকারে থাকার নৈতিক অধিকার-অবস্থা আপনারা হারিয়ে ফেলবেন।’

পুলিশের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘রাষ্ট্রের শৃঙ্খলা ফেরাতে পুলিশের প্রয়োজন রয়েছে। পুলিশের মধ্যে কেউ কেউ বেনজির হয়েছেন, কেউ কেউ ডিবি হারুন হয়েছেন। এর দায় সব পুলিশ সদস্যদের নয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে আমরা পুলিশের সহযোগিতা চাই।’

Advertisement

হাসনাত আবদুল্লাহ বলেন, “বিগত ফ্যাসিবাদী সরকার ‘আই হেইট পলিটিকস’ প্রজন্ম তৈরি করে জনগণকে একে অপরের মুখোমুখি দাঁড় করিয়েছিল। আমরা সেই রাজনীতি অসচেতন প্রজন্ম চাই না। আমরা চাই বর্তমান প্রজন্ম রাজনীতি সচেতন হিসেবে গড়ে উঠুক।’

পাহাড়ের সমস্যা নিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘পাহাড়ে অনেক সমস্যা বিদ্যমান রয়েছে। বর্তমান সরকারের কাছে আহ্বান জানাই, পাহাড়ে সুশিক্ষা ও উন্নত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।’

তিনি বলেন, ‘আমরা জানতে পেরেছি পাহাড়ে বর্গা শিক্ষক ব্যবস্থা রয়েছে, যারা বিদ্যালয়ে না গিয়ে অন্য আরেকজনকে দিয়ে শিক্ষকতা করেন। তাতে শিক্ষার গুণগতমান ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে। আমরা নিশ্চিত করতে চাই ঢাকায় বসে একজন শিক্ষার্থী যে ধরনের শিক্ষার সুযোগ পাবেন, পাহাড়ের প্রান্তিক পর্যায়ের একজন শিক্ষার্থী সেই সুযোগ যাতে পান।’

মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।

Advertisement

সাইফুল উদ্দীন/এসআর/এমএস