আন্তর্জাতিক

লালবাজারের পর এবার স্বাস্থ্য ভবনে চিকিৎসকদের ‘সাফাই’ অভিযান

প্রতীকী শিরদাঁড়া নিয়ে গত সপ্তাহে কলকাতা পুলিশের সদরদপ্তর লালাবজার অভিযানে গিয়েছিলেন আন্দোলনরত চিকিৎসকরা। এবার প্রতীকী মস্তিষ্ক নিয়ে তারা হাজির হলেন সল্টলেকের স্বাস্থ্য ভবন ‘সাফাই’ অভিযানে।

Advertisement

গত সোমবার (৯ সেপ্টেম্বর) আন্দোলনরত চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকদের কাজে ফিরতে নির্দেশ দিয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে তাদের কাজে যোগ দেওয়ার সময়সীমাও বেঁধে দিয়েছিলেন সর্বোচ্চ আদালত। চিকিৎসকদের কাজে ফিরতে কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীও।

কিন্তু কোনো কিছুতেই অবস্থান বদলাননি আন্দোলনরত চিকিৎসকরা। মঙ্গলবার পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের তিন কর্মকর্তার পদত্যাগ দাবিতে স্বাস্থ্য ভবন ‘সাফাই’ অভিযান করেছেন তারা।

আরও পড়ুন>>

Advertisement

আর জি কর কাণ্ড/ পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনলেন নিহতের মা-বাবা তরুণ চিকিৎসকদের নতুন কর্মসূচি, পাশে থাকবেন ভুক্তভোগীর মা-বাবা ‘বিচার পেতে আলোর পথে’ কলকাতা, ফিরে এলো ‘রাত দখল’

এদিন হাতে ঝাড়ু এবং প্রতীকী মস্তিষ্ক নিয়ে স্বাস্থ্য অভিযান করেন চিকিৎসকরা। তাদের মিছিল স্বাস্থ্য ভবনের সামনে পৌঁছালে বাধা দেয় পুলিশ। তখন স্বাস্থ্য ভবনের সামনের রাস্তায় বসেই বিক্ষোভ করতে থাকেন প্রতিবাদীরা।

আন্দোলনকারীদের দাবি, তাদের আন্দোলনকে দমানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু প্রত্যেকটি পদক্ষেপই বিফলে যাচ্ছে।

চিকিৎসকরা আরও বলেন, আমাদের ৫ দফা দাবির কোনো সমাধান হয়নি। আমরা চাই, মুখ্যমন্ত্রী এই দাবি পূরণের ব্যবস্থা করুন। প্রয়োজনে আরও দীর্ঘ সময় আমরা আন্দোলনে থাকবো। তিন স্বাস্থ্য কর্মকর্তার পদত্যাগসহ আমাদের যেসব দাবি রয়েছে, তা মানা না হলে আন্দোলন আরও জোরালো হবে।

এর আগে, গত ২ সেপ্টেম্বর কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েলের পদত্যাগ দাবিতে লালবাজার অভিযান করেছিলেন চিকিৎসক ও জুনিয়র চিকিৎসকরা। সেসময় তাদের হাতে ছিল প্রতীকী শিরদাঁড়া।

Advertisement

ডিডি/কেএএ/